literotica

প্রথম প্রেম – পর্ব ২

আগের পর্ব

ইন্টারভ্যাল শুরু হয়েছে। সিনেমা হলের সমস্ত আলো জ্বলে উঠেছে। এসি হলেও দেখলাম মৌমিতার মুখ ঈশৎ ঘর্মাক্ত। একটু আগেই মন ভরে চুষছিলাম ওর নিপিল দুটো। এটা আমার জীবনেরও প্রথম অভিজ্ঞতা। মৌমিতার তো বটেই। ও আমার হাতটা ধরে বলল, শুভম একটু টয়লেট এ যাব। আমি বললাম, লেডিস টয়লেট এর দিকে তো আমি যেতে পারব না, এই দিকে টয়লেট টা। তুমি যাও, আমি এখানেই আছি।

অনিচ্ছা সত্ত্বেও একাই উঠে গেল মৌমিতা। বুঝলাম একটু আগের ঘটনায় ও একটু স্তম্ভিত হয়ে আছে। আমার আদরে ও ভীষণ উত্তেজিত হয়ে পড়েছিল। তাই বাথরুম এ একবার ওকে যেতেই হত। এর মধ্যে আমি একটা পপকর্ন এর প্যাকেট কিনেছি। আমি জানি মৌ পপকর্ন খেতে পছন্দ করে। একটু পরে দেখলাম মৌ ফিরে আসছে। তারপর কিছুক্ষণ বসে রইল চুপচাপ। মুখটা কেমন চিন্তিত মনে হচ্ছে। একটা ভয় মিশ্রিত চোরা স্রোত যেন বয়ে চলেছে ওর শরীর আর মনের মধ্যে। আমি তাকালাম ওর দিকে। এই অবস্থাতেও অপরূপ সুন্দর লাগছে মৌ কে। ওর মাখনের মত উজ্জ্বল তকতকে ত্বক, দুটো গভীর টানা চোখ আমাকে সব সময় চুম্বকের মত আকর্ষণ করে।

আমি ওর সাথে অনেক দিন থেকেই কথা বলছি। ওর বাহ্যিক রূপের মত মনের ভিতরটাও খুব সুন্দর, স্নিগ্ধ, সুললিত। আমাকে অনেকটাই ভালোবাসে ও। সেটা বহুবার ওর কথায়, ওর ব্যবহারে অনুধাবন করেছি আমি। আমিও অন্তর থেকে ভালবাসি ওকে। তাই আজ এতটা কাছে পেয়ে, পুরো নিজের করে পেতে ইচ্ছে হয়েছিল আমার। কিন্তু এখন কোথাও একটা আশংকার কালো মেঘ আমার আমার মনকে ঘিরে ধরেছে। আমি কি ওর অনিচ্ছায় ওকে এত কিছু করলাম! তারপর হঠাৎ ওর হাতে দিলাম পপকর্নের প্যাকেট টা।

ঠিক তখনই হলের লাইট আবার অফ হয়ে গেল। প্যাকেটটা আমার হাতে ফিরিয়ে দিয়ে বলল, ভালো লাগছে না, খাব না এখন। আমি একটু অবাক হলাম। ঘাবরেও গেলাম কিছুটা! এদিকে সিনেমা শুরু হয়ে গেছে। মৌমিতা দেখলাম পর্দার দিকেই তাকিয়ে আছে। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, তুমি কি রাগ করলে আমার ওপর? ও আমার দিকে তাকাল, তারপর হঠাৎ মুখ গুজে দিল আমার বুকে। আমি ওর মাথায় হাত রাখলাম। ওকে আর একটু শক্ত করে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলাম। আমি তখনও একটু ঘাবরে আছি। আবার আস্তে করে জিজ্ঞেস করলাম, রাগ হয়েছে নাকি? মৌমিতা একবার মুখটা তুললো।

তারপর বললো, ধুর পাগল, রাগ করতে যাব কেন? ভালোবাসি না তোকে? তোর যখন ইচ্ছা আমায় আদর করবি। এটা তোর অধিকার। তারপর, আমার গাল দুটোয় ছোঁয়ালো ওর নরম দুটো হাত। বললো, আমায় কখনও ছেড়ে যাবি না তো বাবু? আমি ওর কপালে একটা চুমু খেলাম। তারপর আবার ওকে টেনে নিলাম আমার বুকে। বললাম, ছেড়ে যাব কখনও বলেছি? নাকি ছেড়ে যেতে পারি বলে কখনও মনে হয়েছে? ও বেশ জোরে জোরে মাথা নাড়িয়ে না বললো, কিন্তু মাথা তুললো না। বুঝলাম আসলে একটু ভয় পেয়েছে।

আমিই প্রথম পুরুষ যে ওর শরীরকে এভাবে স্পর্শ করেছে। তাই ও নিজেও একটু ঘাবড়ে গেছিল। তবে এখন আবার ধাতস্থ হয়েছে কিছুটা। আমি জানি পরিস্থিতি সামলে ও আবার মানসিক ও শারীরিক ভাবে আমার কাছে চলে এসেছে। আমার বুকের মধ্যে মুখটা ঘসছে অনবরত। আর একটা বিষয়, ও যখন আমার সাথে ভীষণরকম একাত্ম হয়ে যায়, তখন এরকম তুই করে কথা বলে। বাকী সময় তুমিই বলে। আমি ওকে একবার বলেছিলাম, তুই টাই শুনতে বেশি মিষ্টি লাগে। এটাই সব সময় বললে ভালো লাগবে খুব। ও বলেছিল, না, সবার সামনে তুমি টাই ঠিক আছে। তুই টা শুধু আমাদের নিবিড় মুহুর্তগুলোর জন্য। এটাকে বারোয়ারী করতে বোলো না প্লিজ… আমি এই নিয়ে আর কথা বাড়াইনি কখনও। মৌ ভীষণ আদুরে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছি বলে বিড়ালছানার মত চুপটি করে মুখ গুঁজে রেখেছে আমার বুকে। আমিও ওকে ভীষণ ভালোবাসি। শুধু শরীর সর্বস্ব প্রেম আমাদের না। আমরা কেউ কাওকে ঘটা করে প্রোপোস করিনি কখনও। প্রয়োজনও পরেনি। আমাদের নিজেদের মনের অভ্যন্তরীণ কথাগুলো পড়ে নিতে অসুবিধা হয়নি কখনও।

হঠাৎ মৌ মুখটা তুললো। বললো, পপকর্নটা খাইয়ে দে না! আমি একটু হাসলাম। তারপর প্যাকেটটা হাতে নিলাম। ও মাথাটা একটু তুললো, তবে আমার কাধেই রাখল মাথাটা। আমি প্যাকেট ছিঁড়ে দু-একটা করে পপকর্ণ খাইয়ে দিতে থাকলাম ওকে। হঠাৎ ও আমার হাত থেকে পপকর্ণের প্যাকেটটা নিল। আরেক হাত দিয়ে আমার একটা হাত তুলে ওর মাথার পিছন দিক দিয়ে নিয়ে ওকে যেন জড়িয়ে নিতে বলল। আমি তাই করলাম। প্যাকেটটা মৌ নিজেই ধরে রইল। আমি ওকে জড়িয়ে ধরে একটা দুটো করে পপকর্ন খাইয়ে দিতে থাকলাম। এর মাঝে একবার আমি নিজের মুখেও দিয়েছি। সাথে সাথে মৌমিতা বলল, খাস না প্লিজ… আমার কম পরে যাবে না!! আমার ভীষণ হাসি পেল। কিছু বললাম না, ওকেই খাইয়ে দিতে থাকলাম। এদিকে পর্দায় সিনেমা চলছে, কিন্তু আমাদের দুজনের কারও ভ্রুক্ষেপ নেই সেদিকে। হঠাৎ মৌ বলল, শোন…. বলেই ওর ঠোঁট দুটো ডুবিয়ে দিল আমার ঠোঁটে। আমিও পরম আদরে ওর ভালোবাসার নির্যাসটুকু আত্মস্থ করতে থাকলাম।

কিছুক্ষণ পর ও চুমু থামালো। মুখে দুষ্টু হাসি। বললো, কেমন খেলি পপকর্ণ? আমি বললাম, এই টুকুতে টেস্ট টা ঠিক বুঝলাম না। আর এক বার খাওয়া দেখি.. বলেই ওর মুখে কিছু পপকর্ন গুজে দিলাম। কিন্তু ও মুখ খুলছে না আর। ঠোঁট দুটো শক্ত করে বন্ধ করে রেখেছে। মুখে সেই দুষ্টু হাসিটা। আমিও দমবার পাত্র নয়। কয়েকটা পপকর্ন হাতে নিয়ে ওর টপসের ওপর দিয়ে ক্লিভেজ এর কাছে রাখলাম। বললাম, তাহলে দুধ দিয়ে ভিজিয়ে কর্নফ্লেক্স এর মত পপকর্ন খাই? মৌমিতা আমার হাতটা ধরে নিয়ে বললো, মার খাবি জানোয়ার! আয়, চুমুই খা ইচ্ছেমত। বলেই আবার ঠোঁট দুটো ডুবিয়ে দিল আমার ঠোঁটে। বেশ দীর্ঘ একটা চুমু খেলাম আমরা। আমি ওর ঠোঁট ছেড়ে, নরম গাল বেয়ে কানের লতি টায় চুমু খেতে আরম্ভ করলাম।

এরপর ওর ছোট্ট নরম কানটা ভরে নিলাম আমার মুখে। আমার চুম্বনের তীব্রতা আর একটু বাড়িয়ে দিলাম। সীমাহীন উত্তেজনায় ও নখ দিয়ে খামচে ধরল আমার হাত। আমি স্পর্শ করলাম ওর নরম বুক। মেয়েদের দুধ যে এতটা নরম হতে পারে, সত্যি ধারনা ছিলনা আমার। আমি কান ছেড়ে চুমু খেতে খেতে ওর গলায় নেমে এলাম। আমার ইচ্ছে করছে ওর সারা শরীরে আমার আদরের চিহ্ন এঁকে দিতে। মৌমিতা আবার গাল দুটো শক্ত করে ধরল আমার। বললো, আর কত পাগল করবি আমায়? আমি আর পারছি না শুভ। ইচ্ছে করছে পুরোটা সঁপে দি তোকে।

কিন্তু আমি চাই আমাদের প্রথম আদর একটু স্পেশাল হোক। এরকম সিনেমা হল এ নয়। আমি বললাম, আমিও তোকে একদম নিজের মত করে পেতে চাই মৌ। ও আমার দুই চোখে চুমু খেলো। বললো, আমি পুরোটাই তো তোর শুভ। শুধু তোর। আমার নিজের থেকেও এখানে তোর অধিকার বেশি। আমিও আর খুব বেশি অপেক্ষা করতে পারব না। প্লিজ, কিছু একটা ব্যবস্থা কর৷ আমাকে সম্পূর্ণ গ্রহণ কর তুই। আমি বললাম একটু সময় দে, ঠিক কিছু একটা বন্দবস্ত করবো। বলেই আবার ঠোঁট ডুবিয়ে দিলাম ওর ঠোঁটে।

চলবে…

Shares:
Show Comments (0)
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *